মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা, সেই গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা এ তথ্য জানান। তিনি বলেন, আজ ঝালকাঠির নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে রেসিডেন্সিয়াল কলেজের বিপরীত পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন আয়েশা।
নিহতরা হলেন— লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার মরদেহ দেখতে পান বলে পুলিশকে বলেছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা দুটি মরদেহ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক