গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে রানা মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে রয়েছে অভিযোগ। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী এলাকায় এ ঘটনা ঘটে। রানা ওই উপজেলার কাঠি গ্রামের বাদল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তাঁর অনুসারীরা বদু সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
আজ রোববার বিকেলে রানা মোল্লা ও তার তিন বন্ধু রঘুনাথপুর এলাকায় ঘুরতে যান। খবর পেয়ে বদু সরদার ও তার সহযোগীরা ১৫-১৬ মিলে রানা মোল্লাকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রানাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।