গোপালগঞ্জে ৭ জনের দেহে ভারতীয় ধরন শনাক্ত, দুই গ্রামে লকডাউন
গোপালগঞ্জে সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়েছে। তাই আজ রোববার থেকে সদর উপজেলার দুটি গ্রামে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান বৌলতলী ইউনিয়নের তেলীভিটা ও সাতপাড় ইউনিয়নের সাতপাড় পশ্চিমপাড়ায় গিয়ে আজ রোববার সকাল থেকে সাত দিনের লকডাউনের ঘোষণা দেন। এ সময় তিনি করোনার ভারতীয় ধরনে আক্রান্তদের খাদ্য সহায়তাও দেন।
জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, গোপালগঞ্জের করোনা পরিস্থিতি স্বাভাবিকই ছিল। গত মাসে কিছুটা বেড়েছিল। বর্তমানে স্বাভাবিক। তবে ভারতীয় ভ্যারিয়েন্টটা যাতে ছড়াতে না পারে সেজন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, ভারতীয় ভ্যারিয়েন্ট সন্দেহে গত ২৮ মে শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ জিনোম সিকোয়েন্সের জন্য ১১টি নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠায়। এর মধ্যে সাতজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়।