ঘূর্ণিঝড় মোখার বিষয়ে প্রধানমন্ত্রী মনিটরিং করছেন : ওবায়দুল কাদের
ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (১৪ মে) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ভোরের কচুপাতার শিশির বিন্দু নয়।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বাস্তবতা হচ্ছে আন্দোলন করে ঝড় তোলার সামর্থ্য বিএনপির নেই। তারা গলাবাজি করে নিজেদের অক্ষমতা ঢাকতে চায়। সেই ডিসেম্বর থেকে কত ঝড় দেখলাম। এ গলাবাজি বাস্তবে মরীচিকা।”
আন্দোলনে বিএনপি ভুলের পর ভুল করে যাচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “বছর যায়, দিন যায়, মাস যায় আন্দোলন আর হয় না। কোরবানির ঈদের পর আন্দোলন হবে। কোথায় আন্দোলন হবে? আন্দোলন এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর? এসব গলাবাজির কোনো মূল্য নেই। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা।”
ওবায়দুল কাদের আরও বলেন, “বিএনপিনেতা মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক ঝড় আসন্ন। আমরা অপেক্ষায় আছি। বিএনপি ও তার দোসর সহযোগীরা নাকি ঝড় সৃষ্টি করবে। সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। নির্বাচনে নাকি তারা আসবে না। নির্বাচন নাকি রুখে দেবে। আমরাও দেখব কে কাকে রুখে দেয়। নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি ঘরে অনৈক্য, জোটে অনৈক্য। ৫৪ দলের জোট ১৪ থেকে ১৫ দলে নেমে আসছে। নির্বাচনের আগে গতবারের মতো এবারও তাদের অবস্থা জগাখিচুড়ির পরিণতি দাঁড়াবে। বিএনপির আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই। নেতা ছাড়া আন্দোলন পৃথিবীর কোথাও হয়নি। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকব। আমাদের শান্তি সমাবেশ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।”
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।