চাঁদপুরে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের মতলব উত্তরে বজ্রপাতে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের হাবিব খানের বসতঘরে এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে মতলব উত্তরে হঠাৎ বজ্রসহ বৃষ্টির শুরু হয়। ওই সময় ছোট ঝিনাইয়া গ্রামের হাবিব উল্লাহ খানের ঘরের ওপর বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। আগুন লাগার পর ঘরের সবাই ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় পুরো ঘর আগুনে পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হাবিব উল্লাহ খান বলেন, ‘আমিসহ আমার পুরো পরিবার ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ টিনের উপরে বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর পরই দেখি, ঘরে আগুন ধরে গেছে। প্রাণ রক্ষায় আমরা ঘর থেকে সবাই দৌড়ে চলে আসি। আগুনে আমার প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ফায়ার স্টেশন থেকে আগুন লাগার স্থানটির দূরত্ব অনেক। তাই সেখানে আমাদের যেতে কিছুটা বিলম্ব হয়েছে। যদিও আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৃষ্টির তীব্রতা বেশি থাকায় আশপাশে আগুন লাগতে পারেনি। আগুন লাগার সময় বিদ্যুৎ থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।’