৫০ মণ জাটকা পাঠানো হলো এতিমখানায়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার এখলাশপুর এলাকায় ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-৪’ লঞ্চটি মেঘনা নদীর এখলাশপুর এলাকা অতিক্রম করার সময় সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত এই জাটকাগুলো পরবর্তীতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক ও ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, বর্তমানে জাটকা ধরা, পরিবহণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি অসাধু চক্র আইন অমান্য করে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এটি একটি বড় বাধা। জাটকা রক্ষায় এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীপথে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর