চাঁপাইনবাবগঞ্জে ‘আমের ১০০ জাত’ নিয়ে বই প্রকাশ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে ‘আমের ১০০ জাত’ নামের একটি বই প্রকাশ করা হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের চলতি অর্থ বছরের অর্থায়নে জেলা প্রশাসন এই বই প্রকাশ করেছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানায়, আমকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি পরিচালিত হয়। এখানকার বিভিন্নজনের মত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে ৩৫০ থেকে ৮৫০ জাতের আম রয়েছে। কিন্তু মাত্র চার থেকে পাঁচটি জাত ছাড়া অন্যগুলো সম্প্রসারণ হয়নি। তবে জিআই পণ্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত জিআই সদন পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য বজায় রাখাসহ তথ্য সংরক্ষণের লক্ষে ‘আমের ১০০ জাত’ নামের বই সংরক্ষণ করা হয়েছে। বইটিতে আমকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের নানান মানুষের কর্মকাণ্ড, আম উৎপাদনের নির্দেশিকা, ১০০টি জাতের বিস্তারিত বর্ণনাসহ ৩০ থেকে ৩৪টি আমকেন্দ্রিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
দেশে এই জাতীয় অ্যালবাম এই প্রথম উল্লেখ করে সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জে আমচাষি ও ব্যবসায়ীরা প্রকাশনারটি সুফল পাবেন বলে জানান বইটির সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম তাজকির-উজ-জামান।