চান্দিনায় অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সবজিক্ষেত
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন স্থানে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে সবজির আবাদ। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে উপজেলার মাইজখার ইউনিয়নে। এ উপজেলায় প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ফলে জমিতে পানি জমে নষ্ট হচ্ছে লাউ ক্ষেতসহ অন্যান্য ফসল।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ক্ষেত থেকে পানি সেচে ফেলে ফসল ও চারা বাঁচানোর চেষ্টা চালাচ্ছে কৃষকরা। তবুও বৃষ্টিপাতের সঙ্গে না পাড়ায় হতাশ হচ্ছে তাঁরা।
করতলা গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, তিনি প্রতি বছর আগাম ইরি জাতের লাউক্ষেত আবাদ করেন। কিন্তু এবার বেশি বৃষ্টিপাতের কারণে জমির আইল ভেসে গেছে। মেশিন দিয়ে পানি সেচেরও ব্যবস্থা নেই।
কৃষক আব্দুল মান্নান আরও জানান, গত বছর ৩০ শতাংশ জমিতে লাউ চাষ করেন তিনি। এতে ৫০ হাজার টাকা খরচ করে এক লাখ টাকার বেশি বিক্রি করেন। এবার লাভ-লোকসান আল্লাহর হাতে।
ওই গ্রামের লাউ চাষি জহিরুল ইসলাম প্রতিদিন মেশিন দিয়ে পানি সেচ করে যাচ্ছেন। তিনি জানান, এতে তাঁর ব্যয় বেড়ে যাচ্ছে।
কৃষকের এমন খারাপ সময়ে সরকারি কোনো কর্মকর্তার দেখা পাননি বলে অভিযোগ করেন তাঁরা। তবে বিভিন্ন কীটনাশক কোম্পানির লোকেরা তাদের খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তাঁরা।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম রোমেলকে মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।