কুমিল্লায় কেএফসির শাখা ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী

ইসরায়েলের প্রতিষ্ঠান দাবি করে কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে বিক্ষুব্ধরা কেএফসির শাখায় ভাঙচুর চালায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন খাবার ও কোমল পানীয় বিক্রি করা হচ্ছে।
এদিকে ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৭টায় রানীরবাজার এম আলী টাওয়ারের দোতলায় গিয়ে দেখা গেছে, কেএফসিতে টেবিল চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া কাঁচের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ে জড়োসড়ো অবস্থায় বসে থাকতে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেএফসির কুমিল্লা শাখার আর জি এম হাফেজ দিদার আহমেদ।
ওসি মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সেনাবাহিনীর সদস্যরাও এসেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।’