চার অপহৃতের তিনজনকে টেকনাফ থেকে উদ্ধার, আটক সাত
কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ থেকে অপহৃত চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এখনও এক ছাত্র নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় টেকনাফের শালবাগান পাহাড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। যৌথ এ অভিযানে অপহরণের জড়িত মোট সাতজনকে আটক করা হয়েছে।
১৬ এপিবিএনের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া স্কুলছাত্ররা হলো রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরেকজন এখনও উদ্ধার হয়নি।
র্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, অপহৃত চার ছাত্রের মধ্যে শালবন পাহাড় থেকে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাকি এক ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে। এ নিয়ে যৌথ অভিযানে এপিবিএন পাঁচ অপহরণকারীকে এবং র্যাব দুজনকে আটক করতে সক্ষম হয়।