অপহরণের ২৫দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
মাদারীপুরের কালকিনিতে অপহরণের ২৫দিন পার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। এ অপহরণের ঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ওই ছাত্রী পৌর এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে ওই ছাত্রীর পরিবার ও মামলাসূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পৌর এলাকার ঝুড়গাও গ্রামের স্কুলছাত্রীকে বাড়ির পাশের পাকা রাস্ত থেকে ২৫দিন আগে জোরপূর্বক অটোবাইকে করে অপহরণ করে কয়েকজন। এ সময় স্কুলছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে অপহরণকারীরা তাকে নিয়ে পালিয়ে যায়। অপহরনের পর ২৫ দিন পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাদারীপুর আদালতে অপহরণ মামলা করেন।
ওই স্কুলছাত্রীর মা জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এক ব্যক্তি ও তার লোকজনের কাজ এটি। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।