‘চিন্তা করবেন না, ভালো আছি’, ইউক্রেনে আটকে পড়া নাবিক সেতু
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আটকে পড়া নাবিকদের একজন কুষ্টিয়ার ছেলে ফয়সাল আহমেদ সেতু। আজ বিকেল ৪টায় সেতু তার বাবার মোবাইলফোনের মেসেঞ্জারে লিখেছেন—‘চিন্তা করবেন না, ভালো আছি।’
সেতুর বাবা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ বিশ্বাস এ কথা জানিয়েছেন। তিনি তার ছেলেসহ সব নাবিকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফারুক বিশ্বাস এ ব্যাপারে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। সেখানে তিনি লিখেছেন, তার ছেলে রকেট বোমা হামলায় আহত হয়েছেন।
ফারুক আহমেদ আরও বলেন, ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে মেসেঞ্জারে অ্যাকটিভ দেখা যাচ্ছে। মেসেজ বা অডিও কল দিলে রিপ্লাই আসছে না। ওর মা হার্টের রোগী, সে কারণে হয়তো কিছু বলছে না। সবশেষ গত মাসের ২২ তারিখে ফোনে কথা হয়েছিল ইউক্রেন পৌঁছানোর আগে। এরপর আর ফোনে পাওয়া যায়নি। টুকটাক কথা আদান প্রদান হয়েছে মেসেঞ্জারে।
ফারুক আরও বলেন, আমরা খুবই চিন্তিত। তবে, আশাবাদী। নিয়মিত টেলিভিশনে আপডেট দেখছি। দেখলাম তাদের উদ্ধার করে পোল্যান্ডে নেওয়া হচ্ছে। আমরা খুশি প্রধানমন্ত্রী উদ্যোগ নিতে বলেছেন। পররাষ্ট্রমন্ত্রীও ওখানে কথা বলেছেন। ছেলেসহ যারা আছে সবাই যাতে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
ফয়সাল আহমেদ সেতু খুলনা পাবলিক কলেজে পড়েছেন। আর মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েছেন চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে। এ ছাড়া তিনি বাংলাদেশ মেরিন একাডেমিতেও পড়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনে ডেক ক্যাডেট হিসেবে যোগ দেন।