চুয়াডাঙ্গায় ইউপি কার্যালয় ও চেয়ারম্যানবাড়িতে হামলা, গ্রেপ্তার ১
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর বাড়িতে হামলার অভিযোগ উটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দুপুর ১২টায় ইউপি কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলন হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান অভিযোগ করেন, খাড়াগোদা গ্রামের রাতুল হাসান ও তাঁর ভাই আরিফুজ্জামান পিলুসহ অজ্ঞাত পরিচয় ৮-১০ জন বৃহস্পতিবার ইফতারির সময় তাঁকে খোঁজ করতে আসেন। এ সময় তারা চেয়ারম্যানকে ইউপি কার্যালয় ও বাড়িতে না পেয়ে অকথ্য ভাষায় গালাগাল ও লাঠিসোটা নিয়ে টিনের চালে আঘাত ও দরজায় লাথি মেরে আতঙ্ক সৃষ্টি করে। ভয়ে বাড়ির অন্য সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় তারা বলে যায়, ইউনিয়ন পরিষদকে গুঁড়িয়ে দিবে এবং চেয়ারম্যানকে যেখানে পাবে, সেখানেই খুন করবে।
চেয়ারম্যান দাবি করেন, হামলাকারীরা চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী। ঘটনার পর থেকে তিনিসহ পরিষদের সব সদস্য এবং তাদের পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, হামলার ঘটনায় চেয়ারম্যানের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি আরিফুজ্জামান পিলুকে গ্রেপ্তার করা হয়েছে।