চুয়াডাঙ্গা বার নির্বাচনে আওয়ামী লীগ ৯, বিএনপি ৬
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ এ আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ নয়টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সহসভাপতি-যুগ্ম সম্পাদকসহ ছয়টি পদে জয়লাভ করেছে।
গতকাল শুক্রবার এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক মো. আবদুর রশীদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন পুনর্নির্বাচিত সভাপতি মোল্লা আবদুর রশিদ, সহসভাপতি মো. মামুন আকতার, পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবুল বাশার এবং সদস্য মো. নাসির উদ্দীন (৩), মাসুদুর রহমান রানা, আবু তালেব, নাজমুল আহসান, মফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সহসভাপতি আবদুল খালেক, যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর ও মাসুদ পারভেজ রাসেল এবং সদস্য রুবিনা পারভীন, আসাদুজ্জামান মিল্টন ও আতিয়ার রহমান (২)।
নির্বাচনে ১৭৪ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোট দেন। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়। লটারির মাধ্যমে সহসভাপতি পদে মামুন আকতার বিজয়ী হন এবং একলাছুর রহমান কাজল পরাজিত হন।
সদস্য পদে চারজন ৮২টি করে ভোট পান। এর মধ্যে লটারির মাধ্যমে নাসির উদ্দীন (৩) ও রুবিনা পারভীন রুমা নির্বাচিত হন। পরাজিত হন শাহিন আকতার ও মেহেদী হাসান নয়ন।