জনগণের ভোটের প্রতিদান দিতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী
জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভোটের প্রতিদান দিতে হবে জানিয়ে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদা কখনও ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন।
আজ শুক্রবার শরীয়তপুরের সখিপুর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এসব কথা বলেন।
এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন। এটা করার প্রধান হাতিয়ার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘মনে রাখবেন, দিন শেষে আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে। কাজেই জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। সেবক হিসেবে কাজ করলে মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করবে।’
একেএম এনামুল হক বলেন, ‘আওয়ামী লীগ বাঙালির সব আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেছে। বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। বাঙালির সবচেয়ে বড় অর্জন আমাদের যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
‘আপনারা জনগণের কল্যাণে কাজ করতে যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা কখনো ভুলবেন না’ উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার উন্নয়নের যে গতিধারা সৃষ্টি করেছে, তা অব্যাহত রাখতে হবে।’