ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে : ওবায়দুল কাদের
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় মানুষের পাশে আছি।’
আজ সোমবার (২৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আবহাওয়া ও পরিস্থিতি অনুকূল হলেই প্রধানমন্ত্রী উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন।’ তিনি বলেন, ‘অনেক এলাকা এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতা দেবে।’
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগ আসলে মানুষকে সহযোগিতার নামে বিএনপি শুধু ফটোসেশন করে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
