জাজিরা প্রান্তেও পদ্মা সেতুর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পদ্মা সেতু পার হয়ে জাজিরা প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন। পদ্মা সেতু উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির মাঝে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন।
এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনী করা হয়। প্রধানমন্ত্রী সেতুতে তাঁর বহর নিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। ওই সময় তিনি পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন। এরপর সেতুর মাঝখানে নামেন তিনি। পরে টোল দিয়ে সেতু পার হন।
দুপুরে মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।
সংশ্লিষ্ট সংবাদ: পদ্মা সেতু
০৭ আগস্ট ২০২২
২৬ জুলাই ২০২২
২২ জুলাই ২০২২