জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবা উদ্ধার
আদালতের রায় ছিল—মায়ের কাছে থাকবে জাপানি দুই সন্তান। কিন্তু, বাবাসহ জাপানি সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। র্যাব জানতে পারে, বাবা ওই দুই সন্তানকে নিয়ে আত্মগোপনে আছেন। ফলে, রায়ও কার্যকর করা যাচ্ছিল না। অবশেষে গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে উদ্ধার করে র্যাব।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মো. আল আমিন এ তথ্য জানান।
আল আমিন বলেন, ‘বুধবার সকালে তাদের উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা তাদের পরিবারের কাছে দিয়েছে কি না, আমি জানি না।’
এর আগে দুই শিশু সন্তানকে জাপানি চিকিৎসক মা নাকানো এরিকোর জিম্মার রাখার আদেশ দেন আদালত। গত রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক তথা বাচ্চাদের সার্বিক মঙ্গল কার কাছে নিশ্চিত হবে, সেটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুই সন্তান বাবার কাছে থাকা মঙ্গল হবে বলে বাদী যে দাবি করেছেন, সেটি প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, ‘নাবালিকা দুই শিশুর সর্বশেষ বসবাসের স্থান জাপান। তাদের মা জাপানের চিকিৎসক। তাই মায়ের হেফাজতেই শিশুরা শারীরিক-মানসিক নিরাপত্তায় থাকবে বলে মনে করেন আদালত।’