জাসদের বাদলের আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি, ইভিএমে ভোট
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইনউদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, ‘উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর। ওই আসনে সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত।’
মো. আলমগীর আরো বলেন, ‘এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪।’
ইসি সচিব বলেন, ‘১৩ জানুয়ারিতেই বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জাসদের মইনউদ্দীন খান বাদল। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬৭ বছর বছরে তিনি মারা যান।

নিজস্ব প্রতিবেদক