ঈশ্বরদীতে তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি, সূর্যের দেখা নেই ৬ দিন
পাবনার ঈশ্বরদীতে ছয় দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা, মেঘলা আকাশ ও হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত কমছে। এর আগে ঈশ্বরদীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, আজ বুধবার সকালে তাপমাত্রা আরও কমে ৯ দশমিক ২ ডিগ্রিতে নেমে এসেছে।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর স্টেশন রোড, রেলওয়ে জংশন স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, কনকনে ঠান্ডায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পথচারী, রিকশাচালক ও ছিন্নমূল মানুষদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতেও দেখা যায়।
হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা জানান, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে।
শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। রেলওয়ে সুপার মার্কেটসহ বিভিন্ন শপিং মল ও বিপণি বিতানে গরম পোশাকের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, প্রায় চার লাখ মানুষের বিপরীতে সরকারিভাবে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা।

রাসেল আলী, পাবনা (ঈশ্বরদী)