জিপিএ ৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে নওশিন জাহান নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানাধীন বালুবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নওশিন জাহান দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার জাহাঙ্গীর আলমের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে নওশিন একটি চিরকুট লিখে গেছেন। চিরকুটে তিনি উল্লেখ করেন, আশানুরূপ ফলাফল হয়নি। তাই তিনি মা-বাবার কাছে ক্ষমা চেয়ে এ পথ বেছে নিয়েছেন।
চিরকুটে নওশিন লেখেন, ‘আমি তোমাদের আশা-ভরসা, স্বপ্ন কোনো কিছুরই যোগ্য হতে পারলাম না।’
আত্মহত্যার ঘটনার পর বালুবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নওশিনের মা-বাবাসহ আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘আশানুরূপ ফলাফল না হওয়ায় একটি চিরকুট লিখে নওশিন আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’