জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনায় আক্রান্ত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল আরও বলেন, খন্দকার মাহবুব করোনা আক্রান্ত হলেও তিনি এখনও সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
জানা গেছে, খন্দকার মাহবুব হোসেন গত সোমবার করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।
খন্দকার মাহবুব হোসেনের পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান।