জয়পুরহাটে অস্ত্র-গুলি উদ্ধার, দুজন আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/31/joypurhat.jpg)
জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ‘জামালগঞ্জ চারমাথা’ এলাকার সওদাগর মার্কেট থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার জামালপুর গ্রামের রঞ্জু সরকার এবং উপজেলার জিয়াপুর গ্রামের আক্কাস আলী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বলেন, গোপনে অস্ত্র বেচাকেনার খবর জানতে পেয়ে আজ ভোররাতে পুলিশ ওই মার্কেটে গিয়ে কয়েকটি দোকানে তল্লাশি চালায়।
এ সময় মার্কেটের ৩/৪টি দোকানঘর থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি গুলি, চারটি ম্যাগাজিন, ছয়টি ককটেল ও ২৫টি সামুরাই জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি। তিনি আরো বলেন, আটক দুজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা দেশীয় অস্ত্র তৈরিসহ গোপনে ভারত থেকে অবৈধ পথে আগ্নেয়াস্ত্র এনে বেচাকেনা করতেন।