অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাফির বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/potuakhali_kafi_news.jpg)
বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী রজপাড়া গ্রামের কাফির ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা।
এ সময় সেনা সদস্যরা কাফি ও তাঁর পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তাদের পাশে রয়েছেন বলে আশ্বস্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ২টার দিকে কাফির বসতবাড়িতে কে বা কারা দরজার বাহির থেকে বন্ধ করে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। দরজা ভেঙে পরিবারের সদস্যরা বের হয়ে গেলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালংকারসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে কলাপাড়ায় চলে আসেন কাফি। এরপর সকাল ১১টায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন।
নুরুজ্জামান কাফি বলেন, ‘বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। আমি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের ধন্যবাদ জানাই। আমার সঙ্গে যেটা ঘটেছে আমি তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার চাই। সেই সঙ্গে আমি আমার সাত দিনের আল্টিমেটাম জায়গায় ঠিক আছি। সরকারের কাছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা চাই।’
পরিদর্শন শেষে পায়রা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’