জয়পুরহাটে কিশোর হোটেল শ্রমিককে শ্বাসরোধে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/08/joypurhat-murder.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জিহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার চানপাড়া এলাকার একটি আলুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিহাদ হোসেন (১৬) উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
জিহাদের পরিবারের বরাত দিয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম জানান, প্রায় দেড় বছর ধরে জিহাদ চানপাড়া বাজারে আবুল কালাম আজাদের হোটেলে কাজ করত। ঘটনার তিন দিন আগে সে তার হোটেলের মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে আসার কথা বলে জিহাদ নিজ বাড়ি থেকে বের হয়ে আর হোটেলে ফিরে যায়নি।
আজ বুধবার সকালে কাজ করতে আসা কৃষকরা চানপাড়া এলাকার একটি মাঠের আলুক্ষেতে জিহাদের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
‘পূর্বশত্রুতার জের ধরে কিশোর জিহাদকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’, যোগ করেন পরিদর্শক রাইসুল ইসলাম।