জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/29/jaypurhat-pic_0.jpg)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্ত্রী মেহেরুন নেছা বুলবুলিকে হত্যার অভিযোগে স্বামী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার রায়কালি ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত গৃহবধূ বুলবুলি (২১) একই উপজেলার তিলকপুর ইউনিয়নের ভাটকুড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
মামলার বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, প্রায় এক বছর আগে মেহেরুন নেছা বুলবুলির সঙ্গে রাকিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব-কলহ লেগেই থাকত। এ কারণে গৃহবধূ বুলবুলির স্বামী, দেবর ও শাশুড়ি বিভিন্ন সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছিল। গতকাল রোববার বিকেলে নিজ শয়ন কক্ষে বুলবুলি আত্মহত্যা করেছে বলে তাঁর বাবার বাড়িতে খবর দেয় তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
খবর পেয়ে রাতে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূ বুলবুলির মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে গৃহবধূ বুলবুলিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আজ সকালে নিহতের মা শামসুন্নাহার বাদী হয়ে রকিবুল ইসলামসহ মোট পাঁচজনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা করেছেন। আজ ভোরে অভিযুক্ত রকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।: