জয়পুরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি : ব্যাহত হচ্ছে টিকাদান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/08/jaypurhat_health_assitant.jpg)
বেতন বৈষম্য নিরসনের দাবিতে জয়পুরহাটে স্বাস্থ্য সহকারীদের ১৩তম দিনের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ফলে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ব্যাহত হচ্ছে।
অবিলম্বে দাবি না মানা হলে দেশব্যাপী শুরু হতে যাওয়া ৪২ দিনের ‘হাম-রুবেলা’র টিকাদান কর্মসূচিতেও অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে জেলার স্বাস্থ্য সহকারীরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েল, সাধারণ সম্পাদক এস কে রুবেল প্রমুখ।
পরিদর্শক ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারী ১৩তম গ্রেডে উন্নীত করা না হলে এ কর্মসূচি অব্যহত থাকবে বলেন জানায় বক্তারা।