ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/jhinaidha-train.jpg)
ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : এনটিভি
ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বর্তমানে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছালে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈশ্বরদী কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা কাউসার আহমেদ জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ লাইনে রেল যোগাযোগ বন্ধ থাকবে।’