নেত্রকোনার পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) নারী শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এই কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম ডাক্তার মোহাম্মদ আলী সাহেবকে স্মরণ করে অনেকেই বিভিন্ন বক্তব্য দেন। কিন্তু নারী শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে বিষয়ে কেউ কথা বলেন না। এক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা গড়ে তুলতে হবে।
কলেজের সভাপতি রাবেয়া আলী বলেন, নারী শিক্ষার মান উন্নয়নে আপনাদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আশা করি এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবীর বলেন, আমি এই কলেজ থেকে শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের দেখতে চাই। আপনারা শিক্ষার্থীদের পড়ালেখায় যতশীল হোন। অনেক স্বপ্ন নিয়ে আপনাদের কাছে প্রতিটি অভিভাবক সন্তানদের পাঠায়। আপনারা দায়িত্বশীল হয়ে তাদের সুশিক্ষা দিন। আপনরাই পারবেন নারী শিক্ষার হার বৃদ্ধি করতে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, পূর্বধলা সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসেন খান, রাবেয়া আলী ডিগ্রি কলেজের অধ্যাপক ফিরোজ আহমদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ধারা দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।