ঝিনাইদহে ২০ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/03/jhineaidah_0.jpg)
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। আজ শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় ভেটেরিনারি কলেজের সামনের রাস্তা থেকে আটক করা হয় তাকে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে মহসিন হোসেনকে আটক করা হয়। আটক হওয়া মহসিন হোসেনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামে। তখন পিকআপে তল্লাশি করে বস্তাভর্তি ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদক বহন করার দায়ে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয় বলে জানান ডিবির ওসি।
অপরদিকে মহেশপুর ৫৮ বিজিবি ৩১টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।