ঝড়ে পণ্ড শাহ আব্দুল করিম লোক উৎসব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/13/sunamganj_1_1.jpg)
শাহ আব্দুল করিম লোক উৎসবের সব আয়োজন পণ্ড করে দিয়েছে শেষ বিকেলের ফাল্গুনি ঝড়।
আজ শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার উজান ধল গ্রামে শাহ আব্দুল করিমের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ বিকেলের আধা ঘণ্টার ফাল্গুনি ঝড়ে অনুষ্ঠানস্থল লণ্ডভণ্ড হয়ে গেছে। ধল মাঠে নির্মিত উৎসবের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এ ঝড়। বাতাসে ছিঁড়ে উড়ে গেছে মঞ্চের কাপড়ও। উৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে বসানো মেলার অস্থায়ী দোকানগুলোও এ ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/13/sunamganj2.jpg)
জানা যায়, শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর আনন্দে মেতে ওঠে এলাকার মানুষ। মেলা দেখতে আর গান শুনতে আব্দুল করিমের জন্মস্থান উজান ধল গ্রামে আসে দেশের নানা প্রান্তের মানুষ। কিন্তু এবার আধা ঘণ্টার ঝড়ে সব ওলট-পালট হয়ে গেছে। তাই প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামীকালও উৎসব হবে কি না, তা পরে (রোববার) জানানো হবে।
শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালাল জানান, বিকেলে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এ ঝড়ো বাতাসে উৎসবের মঞ্চ ভেঙে গেছে। প্যান্ডেলের কাপড়ও ছিঁড়ে উড়ে গেছে। তাই প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আগামীকালও উৎসব হবে কি না, তা পরে জানানো হবে।