টাঙ্গাইলে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। উপজেলার সল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, এ দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীর গতি সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌঁছালে ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সঙ্গে পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হন। এ ছাড়া আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।