নোয়াখালীর সড়কে ঝরল ৩ প্রাণ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (৪ মে) সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মোজাম্মেল হক তথ্য নিশ্চিত করে জানান, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চৌমুহনী যাচ্ছিল। পথিমধ্যে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও ট্রাকটি পাশের খালে পড়ে যায়।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পানির নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া ডুবে যাওয়ার ট্রাকের ভিতরে আরও একজনের মরদেহ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
নিহতরা হলেন—উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামের রহমত উল্লাহ ভূঁইয়া (৭০), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও আলাউদ্দিন (৪৫)।
নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মোজাম্মেল হক।