টিকটকার রাসেল মোবাইল চুরির দায়ে কারাগারে

মোবাইল ফোনের দোকানে চুরির অভিযোগে টিকটকার রাসেল এখন কারাগারে। গতকাল সোমবার রাতে ঢাকার ভাটারা থানার নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে কুমিল্লার চান্দিনা থানায় নিয়ে আসে।
টিকটকার রাসেলের পুরো নাম মো. রাসেল শেখ (২৩), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্যবনগ্রাম গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। রাসেল ঢাকায় টিকটক ভিডিও তৈরি করতেন।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নোমান জানান, রাসেল শেখ ওরফে টিকটকার রাসেল গত ১৫ জুলাই রাত ৩টার দিকে চান্দিনা বাজারের স্টেশন রোডে গোলাম রাব্বানী মার্কেটের এক মোবাইল দোকানের লোহার রডের সিলিং কেটে ভেতরে ঢোকেন। ওই দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৬১ হাজার টাকার মালামাল চুরি করে ঢাকায় চলে যান।
আসামি রাসেল চুরির কথা স্বীকার করে আজ মঙ্গলবার কুমিল্লার আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।