ট্যানারিশিল্পে সব ধরনের সুযোগ দেবে ইতালি সরকার
ইতালি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ট্যানারিশিল্প রক্ষায় সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিয়াটা।
আজ বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত ইতালি রাষ্ট্রদূত বলেন, ইতালি সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র। তাই ইতালিয়ান সরকার সবসময় বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।
ট্যানারি ব্যবসায় ইতালি সরকার সব ধরনের সুযোগ সুবিধা দেবে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের ভালো সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ করার জন্য ভালো সুযোগ রয়েছে। তাই ইতালির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।
এ সময় রাষ্ট্রদূত ট্যানারির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে রাষ্ট্রদূত ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন।
এ সময় আঞ্জুমান ট্যানারির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
ট্যানারি পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আলম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেস ওয়েস্ট ট্রিটমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, আঞ্জুমান ট্যানারির প্রজেক্টস ডিরেক্টর জহির উদ্দিন সরকারসহ আরও অনেকে।