সাভারে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারে বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিমল রাজবংশীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে নারায়ণ রাজবংশীর মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে নারায়ণ রাজবংশী কয়েকজন মিলে বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থলে তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামের আরও দুজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় অভিযুক্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।