গোলাপ গ্রামে দর্শনার্থীদের ওপর হামলা, আহত ১০
সাভারের গোলাপ গ্রামে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দর্শনার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের এই গ্রামে স্থানীয়রা তিনটি পরিবারের ১০ জনকে লাঠি ও ফুল কাটার কেচি দিয়ে পিটিয়ে জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে তিনটি পরিবারের বিশ সদস্য গোলাপ গ্রামে ঘুরতে যান। তারা বাগানে প্রবেশ করে ছবি তুলতে থাকেন। এক পর্যায়ে এক শিশু একটি গোলাপ ফুল ছিঁড়লে তা নিয়ে স্থানীয়দের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা।
স্থানীয়রা শিশুটির পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা দাবি করে এবং ছবি তোলার জন্য প্রত্যেক দর্শনার্থীর কাছে ১ হাজার টাকা দাবি করেন। এরপর বাগান মালিকদের পক্ষে একদল এলাকাবাসী দর্শনার্থীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশকে (৯৯৯) কল করা হয়।
রাতের দিকে আহতদের পক্ষে আব্দুর রহিম সোহরাব, শাহিন, শাকিল ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুর রহমান