ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
লাহিড়ী মোহনপুর স্টেশন এলাকা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর স্টেশন এলাকায় আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল বলেন, ‘গতকাল রোববার রাতে দিনাজপুর থেকে একটি তেলবাহী ট্রেন ঢাকায় যাচ্ছিল। ভোররাত পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এরই মধ্যে আজ সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ