ডাকাতি ছেড়ে দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা
রাজাপুরের সাতুরিয়া গ্রামের আবুল হোসেন আবু (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে রাজাপুর ও কাউখালীর সীমান্তবর্তী বিড়ালঝুড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবু ডাকাতি ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কবুতরের বাচ্চা কেনার জন্য বিড়ালঝুড়ি সেতু এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে একটি হাতের তালু এ এক পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন এবং দুই পায়ের হাটুর নিচের অংশ ক্ষতবিক্ষত করে ফেলেছে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ সোমবার সকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আবুর বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গত বছরের আগস্ট মাসে আবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। সেই মামলায় জামিনে বেরিয়ে তিনি সুস্থ জীবনে ফেরার আশায় পুলিশের সহায়তা চান। এ বছরের ১৫ জানুয়ারি রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আশার প্রতিশ্রুতি দেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আবু ডাকাতি ছেড়ে গ্রামে কৃষিকাজ শুরু করেছেন বলে জেনেছি। পুরোনো বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তার ওপর হামলা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।