ডিএনএ টেস্টের পর হারিছ চৌধুরী কি না বোঝা যাবে : ডিবি
সাভারের মাদ্রাসায় শায়িত ব্যক্তিই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী কি না, তা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে। এর পরই বলা যাবে—তিনি রাজধানীর পান্থপথে থাকতেন কি না এবং ঢাকার হাসপাতালে মারা গেছেন কি না।
ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
হাফিজ আক্তার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা গতকালও বসেছিলাম। পত্র-পত্রিকায়ও খবর এসেছে। যদি তাই হয়, তাহলে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। এটা নিয়ে কাজ চলছে। কিছুদিন পর এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।’