ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ২৮৫

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত চলমান বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ২৫৫ জন।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অভিযানে আজ মঙ্গলবার পর্যন্ত শুধু ঢাকা থেকেই এক হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ করতে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর। নির্দেশনা মোতাবেক চলমান বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মো. ফারুক আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের অনেকেই পরোয়ানাভুক্ত আসামি। মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত। এসব অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।’