ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুটের মধ্যেও আবারও ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে বরিশাল জেলা বিএনপি।
আজ বুধবার বিকেলে নগরীর সদর রোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বরিশাল মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মতিউর রহমান মিঠু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেটে উল্লেখ করা হয়, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ এর মতো আবারও কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি করার পাশাপাশি গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষসহ জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠার প্রতিবাদে এবং গণদুশমন আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান।