ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ, তল্লাশিতে কিছু মেলেনি
বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। তবে, উড়োজাহাজের ভেতরে তল্লাশি চালিয়ে এ জাতীয় কিছু পাওয়া যায়নি। গতকাল বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে বলে জানা যায়।
উড়োজাহাজটি বিমানবন্দরে নামার পর বোর্ডিং ব্রিজ থেকে কিছুটা দূরে দাঁড় করানো হয়। অবতরণের সময় বিমানবন্দরের নিরাপত্তার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের দলগুলোকে প্রস্তুত রাখা হয়। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে একে একে যাত্রীদের বের করে আনা হয়।
বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা উড়োজাহাজ এবং প্রত্যেক যাত্রীকে তল্লাশি করেন। পরে তেমন কিছু পাওয়া যায়নি বলে জানান বিমানবাহিনীর কর্মকর্তারা।
উড়োজাহাজে তল্লাশি শেষে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। রাত দেড়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান সাংবাদিকদের বলেন, একটি খবরের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। উড়োজাহাজে যাত্রী ছিলেন ১৩৫ জন। যাত্রীদের পাশাপাশি কেবিন ও সব লাগেজ স্ক্যান করা হয়েছে। কোথাও বোমা পাওয়া যায়নি। উড়োজাহাজটিকে পরবর্তী ফ্লাইটের জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে।