ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনি সৃষ্টি করে রেখেছে। কাঁচপুর, মদনপুর, মেঘনা ঘাট ও মৌচাকসহ প্রায় সাত স্থানে পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে।
তবে সকাল থেকে রাজধানীমুখী কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে দেখা যায়নি। এর ফলে সাধারণ যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। এ সময় সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী অনেক যাত্রীকে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
তাদের কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার বিভিন্ন মার্কেট, শপিংমলের মালিক কর্মচারি তারা। ভোর থেকে অপেক্ষা করেও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাবার জন্য কোনো যানবাহন পাচ্ছেন না বলে জানান তারা।
তবে সকাল থেকেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজধানীর বাইরে যাওয়ার যানবাহনগুলোকে মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।