ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহণ চলাচল বন্ধ
ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে গণপরিবহণ চলাচল বন্ধ করে দিয়েছে। প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে মহাসড়কে গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে থ্রি হুইলার, সিএনজি অটোরিকশা এবং রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
ঢাকায় বিএনপি'র গণসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে সবধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে। মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা মোড়, শ্রীপুর মাওনা, বাঘের বাজার, গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস মোড় এবং উত্তরা প্রবেশের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।