ঢাকা মহানগর আ.লীগের সম্মেলন ৩০ নভেম্বর
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই মহানগরের শীর্ষ নেতাদের আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার কথা জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
নিদের্শনা প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ভাই আমাকে বলেছেন নভেম্বরের ৩০ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে সাদেক খান বলেন, ‘গোলাপ ভাই আমাকে বলেছেন সম্মেলনের প্রস্তুতি নিতে। আর সম্মেলনের তারিখ করেছেন ৩০ নভেম্বর।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এনটিভি অনলাইনকে বলেন, 'আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৩০ নভেম্বর মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করার জন্য। আমি উত্তর ও দক্ষিণের নেতাদের বলেছি ৩০ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার প্রস্তুতি নিতে।’
২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়।
২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীণ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তখন ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগেরসভাপতি করা হয় এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন হাজি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।

নিজস্ব প্রতিবেদক