ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপভ্যানের সংঘর্ষ, নিহত ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/30/mauwa-death.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগরের চালতিপাড়া এলাকায় শনিবার ঢাকা-মাওয়া মহাসড়কে তুষার রাজবংশী নিহত হন। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে তুষার রাজবংশী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। শ্রীনগরের চালতিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে মারা যান তিনি। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন।
এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে, বাসে থাকা যাত্রীদের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জহির আহমেদ।
জহির আহমেদ জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। পিকআপভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে। এ রুটে সড়ক যোগাযোগ সচল রয়েছে।