সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/sirajgonj.jpg)
সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় শামীম হোসেন (৩৫) নামে এক মেরিন ইন্জিনিয়ার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর সিলিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলমের মেয়ের জামাতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার শামীম শ্বশুরবাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় গিয়েছিল। কাজ শেষে মটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি ফেরার পথে সিলিকা স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।