ঢাবিতে ছাত্রদলের সমাবেশে ককটেল বিস্ফোরণ
একাধারে চারদিন ককটেল বিস্ফোরণের ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ রোববার সকালে কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের সমাবেশ চলাকালে দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আজকের ঘটনায় কোনো হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার বেলা ১১টা ১০ মিনিটে দুটি এবং সাড়ে ১১টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এগুলো কলাভবনের ছাদ থেকে ফেলা হয়েছে বলে ধারণা করছে তারা।
প্রত্যক্ষদর্শীদের মতে, ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশপাশে কাউকে দেখা যায়নি। যদি কেউ নিচ থেকে বিস্ফোরণ ঘটাতো তাহলে আশপাশের লোকজন তা দেখতে পেত।
এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে কুচক্রী মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দায়িত্ব দিয়েছি, মামলা হয়েছে। আমরা যাচাই করে দেখছি, কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রক্টর সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডি সর্বদা সজাগ রয়েছে। ককটেল বিস্ফোরণ করে কেউ রেহাই পাবে না। শিক্ষার্থীদের সচেতনতা ও প্রশাসনের সহায়তায় আমরা সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা