ঢাবিতে সংঘর্ষ : ছাত্রদলের ৩৫ নেতাকর্মীকে জামিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল এনটিভি অনলাইনকে বলেন, 'গণতন্ত্র রক্ষায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে মিছিল বের করেছিল। কিন্তু, ছাত্রলীগের ক্যাডার বাহিনী তাঁদের ওপর হামলা করেন। এতে ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হন। পরবর্তীতে প্রশাসন শাহবাগ, পল্টন ও ধানমণ্ডি থানায় পৃথক তিনটি মামলা করে। এসব মামলায় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’
গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম।
এতে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাত নাম-পরিচয়ের ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।